Schools could resume with 30% students ‘at a time’ after lockdown, HRD minister hints
করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি।মার্চ মাসের প্রায় মাঝামাঝি থেকে বন্ধ সমস্ত স্কুল কলেজ। দেখতে দেখতে তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। সর্বশেষ ভাষণে প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের লকডাউনের ইঙ্গিত দিয়েছেন। এমতাবস্থায় শিক্ষা ব্যবস্থার হাল কি হবে বলে মুশকিল। যদিও লকডাউনের পরে স্কুলগুলি কীভাবে চালু করা যাবে সেবিষয়ে এখনই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরামর্শে স্কুল খোলার ব্যাপারে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিংয়ের আধিকারিকরা একটি গাইডলাইন তৈরি করেছে। কে গাইডলাইনে বলা হয়েছে:
১) সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে স্কুলগুলিতে রাখতে হবে ৩০% ছাত্রছাত্রী।
২) লকডাউন পরবর্তীতে স্কুল চালু হলেও আয়োজন করা যাবেনা কোনো সেমিনারের।
৩) আপাতত কোনো প্রার্থনা সভা করা যাবেনা।
যদিও ৩০% ছাত্রছাত্রী নিয়ে কীভাবে করা হবে ক্লাসের ব্যবস্থা সেটা নিয়ে এখনো বিশদে কিছু বলেনি কোনো পক্ষই। নয়া গাইডলাইন প্রকাশ পেলেই সব বিষয় স্পট হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি।মার্চ মাসের প্রায় মাঝামাঝি থেকে বন্ধ সমস্ত স্কুল কলেজ। দেখতে দেখতে তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। সর্বশেষ ভাষণে প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের লকডাউনের ইঙ্গিত দিয়েছেন। এমতাবস্থায় শিক্ষা ব্যবস্থার হাল কি হবে বলে মুশকিল। যদিও লকডাউনের পরে স্কুলগুলি কীভাবে চালু করা যাবে সেবিষয়ে এখনই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরামর্শে স্কুল খোলার ব্যাপারে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিংয়ের আধিকারিকরা একটি গাইডলাইন তৈরি করেছে। কে গাইডলাইনে বলা হয়েছে:
১) সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে স্কুলগুলিতে রাখতে হবে ৩০% ছাত্রছাত্রী।
২) লকডাউন পরবর্তীতে স্কুল চালু হলেও আয়োজন করা যাবেনা কোনো সেমিনারের।
৩) আপাতত কোনো প্রার্থনা সভা করা যাবেনা।
যদিও ৩০% ছাত্রছাত্রী নিয়ে কীভাবে করা হবে ক্লাসের ব্যবস্থা সেটা নিয়ে এখনো বিশদে কিছু বলেনি কোনো পক্ষই। নয়া গাইডলাইন প্রকাশ পেলেই সব বিষয় স্পট হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।
Acharya Devo Bhava : Interacting with teachers from across India #EducationMinisterGoesLive https://t.co/F9dBJlWubP— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 14, 2020
Social Plugin