করোনা ভাইরাসের দাপটে আতঙ্কিত সারা বিশ্ব। দিনের পর দিন লক ডাউন চললেও এখনও সংক্রমণ অব্যাহত। মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও রাজস্থানে সংক্রমণের সংখ্যা বেশি। করোনার জেরে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছেন। ফলে, স্বাভাবিক ভাবেই বাড়ছে চিন্তা। এমন পরিস্থিতিতে বেনজির পপদক্ষেপ নিল বি এস ইয়েদুরাপ্পা নেতৃত্বাধীন কর্ণাটক সরকার।

১ বছর অতিক্রম করলো সংবাদ একলব্য। আপনাদের সহযোগিতায় এভাবেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে থাকার দৃঢ় অঙ্গীকার সংবাদ একলব্য’র। আপনার আশেপাশে ঘটেচলা ঘটনা জানান আপনি, আপনিই আপনার এলাকার মুখপত্র। আমাদের ফেসবুক পেজে SMS করুন ঘটনার বিবরণ ছবি/ভিডিও সহ।

আমাদের ফেসবুক পেজের টপ ফ্যানদের মধ্যে লাকি কয়েকজনকে প্রতিমাসে দেওয়া হবে উপহার। তাই নিয়মিত লাইক-কমেন্ট-শেয়ার করুন।


কোভিড-১৯ সংক্রমণ রুখতে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে সমস্ত বিমান, ট্রেন ও গাড়ি প্রবেশে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক প্রশাসন।

মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও রাজস্থান- এই পাঁচ রাজ্য করোনার থাবা ভয়াল। তাই, এই রাজ্যগুলি থেকে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য।