প্রথম ও দ্বিতীয় -এর পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ৪ঠা মে থেকে আরম্ভ হয়েছে তৃতীয় দফার লক ডাউন। এর আগেই বেশ কিছু ক্ষেত্রে দিয়েছে সরকার। এবার আরও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। তবে কন্টেইনমেন্ট জোনে মিলছে না কোনও ছাড়। 

দেখে নিন এক নজরে কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে ছাড়- 

১) গ্রিন জোনে বাস চলাচল করতে পারবে। তবে ২০ জন যাত্রীর বেশি তোলা যাবে না৷ মাস্ক ছাড়া কোনও যাত্রী বাসে ভ্রমণ করতে পারবে না৷ বাস নিয়ে জেলার বাইরে যাওয়া যাবে না৷ 

২) সকাল দশটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত এই দোকানপাট খোলা রাখা যাবে।

৩) অত্যাবশ্যকীয় নয় এমন দোকানও খোলা যাবে৷ যেখানে একটি মাত্র দোকান রয়েছে, সেগুলি খোলা যাবে। তার মধ্যে রয়েছে হার্ডওয়ার, লন্ড্রি, মোবাইল ও মোবাইল সারাইয়ের দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, গার্মেন্টস ও টেক্সটাইল, বইয়ের দোকান, স্টেশনারি, পেইন্ট ও রঙের দোকান, ইলেক্ট্রিক সামগ্রীর দোকান, টায়ার-টিউবের দোকান, ব্যাটারি, গাড়ি রিপেয়ারিং ও খুচরো যন্ত্রাংশের দোকান৷

৪) চা ও পানের দোকান খোলা যাবে। তবে দোকানের আশেপাশে ভিড় করা যাবে না৷ 

৫) গ্রামীন এলাকায় সমস্ত রকম নির্মাণ কাজ করা যাবে। 

৬) পৌর এলাকায় নির্মাণ কাজের জন্য জেলা শাসক/ কমিশনার কেএমসি এর অনুমতি নিতে হবে।

৭) সেলুন খোলা যাবে শুধুমাত্র গ্রিন জোনে৷ 

৮) ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস খোলা যাবে৷ অফিস ১০ টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে৷ শিল্পাঞ্চল ও খনি এলাকায় কাজ চলবে৷ এছাড়া, গ্রামীণ এলাকায় নির্মাণ কার্য চলবে৷

৯) ব্যাঙ্ক, পোস্ট অফিস, রেশন দোকানের মতো জায়গাতেও একসঙ্গে ৭ জনের বেশি জমায়েত করা যাবে না৷ 

১০) কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক গাড়ি চালানো যাবে, তবে তাতে ড্রাইভার ও ২ জনের বেশি যেতে পারবে না৷

পাশাপাশি বলা হয়েছে একসঙ্গে সাত জনের বেশি কোথাও জমায়েত করা যাবে না৷ ছাড় দেওয়া হলেও নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে মাস্ক পড়তে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।