গোটা বিশ্ব করোনা যুদ্ধে সামিল। করোনার সাথে যুজতে বিশ্বের বিভিন্ন দেশ যেমন লড়াই করেই চলছে ভারতও তাঁর ব্যতিক্রম নয়। এর মাঝেই গতকাল জোট নিরপেক্ষ কর্মসূচী বা নন-অ্যালাইমেন্ট মুভমেন্টেরক সম্মেলন অনুষ্ঠিত হয়। জোট নিরপেক্ষ কর্মসূচী বা নন-অ্যালাইমেন্ট মুভমেন্টেরক সম্মেলনে সোমবার নাম না করে পারকিস্তানের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এই কর্মসূচীতে কোভিড ১৯ এর প্রভাব নিয়ে আলোচনা করেন, প্রয়োজনীয় সুরক্ষার প্রয়োজনীয়তা এবং প্রয়োজন নিয়ে আলোচনা হয় এবং কর্যকরী পদক্ষেপ করা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
করোনা ভাইরাস অতিমারীর আবহেও সন্ত্রাসবাদ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “গোটা বিশ্ব যেখানে করোনার বিরুদ্ধে লড়াই করছে, সেখানে কিছু মানুষ প্রাণঘাতী ভাইরাসের মতোই সন্ত্রাসবাদ, ভুয়ো খবর এবং বিকৃত ভিডিও ছড়িয়ে সমাজ ও দেশে বিভাজন তৈরি করছে”।
প্রসঙ্গত, গত একমাসে ১২টিরও বেশি গুলির লড়াই হয়েছে, যেখানে ২৭ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
Social Plugin