Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা যোদ্ধাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল Senco Gold and Diamonds


করোনা সংক্রমণের জেরে দেশের চলছে লক ডাউন। ধুঁকছে অর্থনীতি। পরিস্থিতির সাথে যুদ্ধ করতে তৎপর কেন্দ্র ও রাজ্য সরকার গুলি কোমড় বেঁধে নেমে পড়েছে। স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে লেগে পড়েছে সরকার। এই যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বহু সংস্থা, সেলিব্রিটি ও ক্রিকেটাররা। 

বুধবার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর সহযোগিতায় করোনা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। এদিন, করোনা যুদ্ধে কলকাতা পুর এলাকার প্রথম সারিতে থাকা যোদ্ধাদের জন্য পিপিই কিট, সারজিকাল মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতিন ঘোষের হাতে তুলে দেন সংস্থা। 

এদিন, উপস্থিত ছিলেন আইএমএ এর সভাপতি শান্তুনু সেন, সেনকো গোল্ড এন্ড ডায়মণ্ডের সিএমডি সঙ্কর সেন, সেনকো গোল্ড এন্ড ডায়মণ্ডের ইডি শুভঙ্কর সেন।

Ad Code