সরজমিনে করোনা পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দল যাওয়ার আগে রাজ্যকে করোনা পরিস্থিতি বহু গাফিলাতি সম্পর্কে অবগত করে গেছেন। এমনকি, কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র রাজ্যকে দেওয়া চিঠিতে বেশি বেশি করে টেস্ট করার কথা জানান, সাথে সাথে তথ্য প্রকাশে স্বচ্ছতা থাকা দরকার বলেও জানান। এবার, কেন্দ্রের তরফেও রাজ্যকে সতর্ক করে পাঠানো হল চিঠি।
দেশের মধ্যে করোনা সংক্রমণে মৃত্যুর হার সবচেয়ে বেশি বাংলায়। এই মর্মে রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের পাঠানো সেই চিঠিতে করোনা পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মন্ত্রক। রাজ্যকে দেওয়া চিঠিতে কেন্দ্র লিখেছে, "জনবসতির বিচারে রাজ্যে নমুনা পরীক্ষার হার কম। অন্য রাজ্যের তুলনায় মৃত্যুর হার ১৩.২%। বাংলায় সংক্রমণে মৃত্যুর হার সবচেয়ে বেশি।" চিঠিতে বলা হয়েছে, রাজ্যের মধ্যে কম নজরদারি, নমুনা পরীক্ষা ও সংক্রমণ চিহ্নিত করতে ভুল থাকায় এই পরিসংখ্যান উদ্বেগে ফেলেছে। লকডাউন বিধি প্রসঙ্গেও সেই চিঠিতে বলা হয়েছে, "কলকাতা ও হাওড়ার কিছু এলাকায় লকডাউন বিধি ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ আক্রান্ত হয়েছেন পুলিশ-সহ একাধিক করোনা যোদ্ধা।"
Social Plugin