লক ডাউনের জন্য জরুরিকালীন সময়ে সকল নাগরিককে বিনামূল্যে রেশনের সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির অভিযোগ ওঠা শুরু করেছে। অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন রেশনের দোকানে অভিযান চালাচ্ছে প্রশাসন।
সীমান্তবর্তী এলাকা দিনহাটা ২নং ব্লকের কুর্শাহাট এলাকার রেশন ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে হাজির হন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ। এর আগেও লক ডাউনে একাধিকবার দিনহাটা মহকুমা শাসকের সক্রিয়তা চোখে পড়েছে। তিনি ব্যাঙ্ক থেকে শুরু করে রেশন ও লক ডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই বহু এলাকা পরিদর্শন করেছেন।
এদিন, দিনহাটা ২ নং ব্লকের রেশন ব্যবস্থা খতিয়ে দেখতে পৌঁছে যান তিনি। কুর্শাহাট বাজার সংলগ্ন একটি রেশনের দোকানে পরিদর্শনে যান তিনি। রবিবার খাদ্য দপ্তরের অধিকারিকদের সঙ্গে নিয়ে ওই রেশনের দোকানে হানা দেন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদ।
মহকুমা শাসককে সামনে পেয়ে তাদের অভিযোগ জানান ওই রেশনের উপভোক্তাগন। এক উপভোক্তা জানান যে তারা রেশনে প্রায় তিন বছর থেকে চিনি পাচ্ছেন না এবং অন্যান্য সামগ্রী খুব কম পরিমাণে দেওয়া হয়। উপস্থিত অন্য উপভোক্তাগণ এই অভিযোগের সঙ্গে সম্মতি জানান।অভিযোগ পেয়ে রেশনে খাদ্যসামগ্রী বিতরনের হিসাব নেওয়া শুরু করেন উপস্থিত আধিকারকগণ কিন্তু খাদ্যসামগ্রী বণ্ঠনের কোনো গ্রহণযোগ্য রেকর্ড দেখাতে পারেননি রেশনের ডিলার বলে স্থানীয় সূত্রে জানাগেছে। সূত্রে খবর- তার কাছ থেকে লিখিত কিছু কাগজ পত্র নিয়ে ফিরে আসেন আধিকারিকগন।
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin