Latest News

6/recent/ticker-posts

Ad Code

৪৫ মিনিটেই লোন নয়! তবে সুখবর শোনালো SBI



দিন কয়েক ধরেই একাধিক সংবাদ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে ৪৫ মিনিটেই লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাত্র ৪৫ মিনিটেই ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে এসবিআই। এর জন্যে বাত্‍সরিক ১০.৫ শতাংশ সুদ দিতে হবে। এমনকি দিতে হবে না ৬মাসের ইএমআই। এসবিআই-এর তরফে বিবৃতি দিয়ে এই তথ্যকে ভিত্তিহীন বলেই জানানো হয়েছে।

রবিবার এসবিআই-এর ওই বিবৃতিতে বলা হয়, "সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে এসবিআই YONO-এর মাধ্যমে এসবিআই জরুরিকালীন ভিত্তিতে গ্রাহক লোন দিচ্ছে। কিন্তু এমন কোনও উদ্যোগ এসবিআই-এর তরফে এখন নেওয়া হয়নি।"



তবে ইয়োনোর মাধ্যমে আগাম অনুমোদনের ভিত্তিতে ব্যাক্তিগত ঋণ শীঘ্রই দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ দিনের বিবৃতিতে বলা হয়, নগদ টাকার অসুবিধেয় যেসব এসবিআই গ্রাহক ভুগছেন তাঁদের জন্য YONO-র মাধ্যমে ঋণ অনুমোদন করবে সংস্থা। শীঘ্রই এই ব্যাপারে বিস্তৃত বিবৃতি দেওয়া হবে।

Ad Code