দিন কয়েক ধরেই একাধিক সংবাদ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে ৪৫ মিনিটেই লোন দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাত্র ৪৫ মিনিটেই ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে এসবিআই। এর জন্যে বাত্‍সরিক ১০.৫ শতাংশ সুদ দিতে হবে। এমনকি দিতে হবে না ৬মাসের ইএমআই। এসবিআই-এর তরফে বিবৃতি দিয়ে এই তথ্যকে ভিত্তিহীন বলেই জানানো হয়েছে।

রবিবার এসবিআই-এর ওই বিবৃতিতে বলা হয়, "সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে এসবিআই YONO-এর মাধ্যমে এসবিআই জরুরিকালীন ভিত্তিতে গ্রাহক লোন দিচ্ছে। কিন্তু এমন কোনও উদ্যোগ এসবিআই-এর তরফে এখন নেওয়া হয়নি।"



তবে ইয়োনোর মাধ্যমে আগাম অনুমোদনের ভিত্তিতে ব্যাক্তিগত ঋণ শীঘ্রই দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ দিনের বিবৃতিতে বলা হয়, নগদ টাকার অসুবিধেয় যেসব এসবিআই গ্রাহক ভুগছেন তাঁদের জন্য YONO-র মাধ্যমে ঋণ অনুমোদন করবে সংস্থা। শীঘ্রই এই ব্যাপারে বিস্তৃত বিবৃতি দেওয়া হবে।