Latest News

6/recent/ticker-posts

Ad Code

Savings Deposit এ ভারতীয় ডাকবিভাগ অন্যান্য সাবসিডিয়ারি ব্যাংকের থেকে বেশি সুদ দিচ্ছে


ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) ২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে সেভিংস ব্যাংকের (SB) আমানতের সুদের হার তিনগুণ কমিয়ে ৪ শতাংশ থেকে ২.৭৫ শতাংশ করেছে। যদিও ইন্ডিয়া পোস্ট, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে (POSA) সঞ্চয় সুদের হার ধরে রেখেছে ৪ শতাংশতেই। ফলে IPPB এর এক লক্ষ টাকার আমানত ইন্ডিয়া পোস্টের সাথে সংযুক্তি হয়ে POSA তে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ ১ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের সুদের হার ৪ শতাংশ হবে যা ১ লক্ষ টাকার কম ব্যালান্স এর সুদ থেকে অনেকটাই বেশি হবে। 

১ মে ২০২০ থেকে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্টে সুদের হারে 25 শতাংশ পয়েন্ট কেটে নিয়ে ৩ শতাংশ থেকে ২.৭৫ শতাংশ করা হয় যেখানে IPPB এর সেভিংস ব্যাংকের সুদের হার দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক সমান। এর আগে সেভিংস ব্যাংকের সুদের হারকে দুবার হ্রাস করেছিল IPPB, ১ ফেব্রুয়ারী, ২০২০ তে ৪ শতাংশ থেকে ৩.৫০ শতাংশ এবং ১ এপ্রিল, ২০২০ থেকে এটিকে ৩.৫০ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়েছে। একই পণ্যতে (SB অ্যাকাউন্ট) IPPB এবং ইন্ডিয়া পোস্ট প্রদত্ত সুদের হারের মধ্যে 125 টি বেসিক পয়েন্টের এই পার্থক্য IPPB এর ক্ষেত্রে নতুন আমানত আকর্ষণ করতে অসুবিধাজনক হতে পারে।

Ad Code