করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র। প্রথম থেকেই সেই চিত্র আমরা বারেবারে দেখে আসছি। করোনা ভাইরাস দমন করতে কেন্দ্র সরকার একে একে নানান পদক্ষেপ নিয়েই চলছে। মঙ্গলবার করোনা মোকাবিলায় তৈরি টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা ছিল মূল বিষয়।

বৈঠকের শেষে, সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসকে রুখতে সারা দেশে ৩০টিরও বেশি গবেষণা চলছে। র মধ্যে বেশ কয়েকটির ট্রায়ালও চলছে। পুরনো ওষুধকেই কাজে লাগানো যায় কিনা তার গবেষণার পাশাপাশি নতুন ওষুধ তৈরির চেষ্টাও চলছে। ঔষধি গাছের রস দিয়ে অ্যান্টি প্রতিষেধক তৈরি করা যায় কিনা সে চেষ্টাও চলছে। জানানো হয়েছে, নতুন পরীক্ষাও শুরু করেছে বেশ কয়েকটি গবেষণা সংস্থা এবং কয়েকটি স্টার্ট আপ কোম্পানি। সেখানে অ্যান্টিবডি তৈরি করা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে সরকার। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি এবং বায়োটেকলজির বিশেষজ্ঞরা এক সঙ্গে কাজ করার এই উদ্যোগের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বেসিক ও অ্যাপ্লায়েড সায়েন্সকে কাজে লাগিয়ে যে ভাবে ভারতীয় গবেষকরা কাজ করছেন তা প্রশংসনীয়।আমরা বিজ্ঞানে বিশ্বের অগ্রনী দেশ হিসেব গন্য হব বলেও আশা প্রকাশ করেন তিনি।