SER-20: করোনার সংক্রমন থেকে বাঁচার একমাত্র উপায় সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলা। কিছু সময় অন্তর অন্তর সাবান দিয়ে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এর সাথে সাথে নিত্যনৈমিত্তিক দ্রব্য কিনতে যাওয়া মানুষের ভিড়ে বাজার এলাকাগুলি স্যানিটাইজ করা একান্ত আবশ্যক। এই উদ্দেশ্যে আজ দিনহাটা নিগমনগরে স্থায়ী ও অস্থায়ী বাজার এলাকাগুলি স্যানিটাইজ করল DYFI নিগমনগর ইউনিট কমিটি।

    আজ DYFI দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে নিগমনগর ইউনিট কমিটির ব্যবস্থাপনায় নিগমনগর বাজার ও বাজার সংলগ্ন এলাকায় স্যানিটাইজ করা হয়।

সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার জন্য নিগমনগরের সব্জী ও মাছ বাজারের স্থান পরিবর্তন করে অস্থায়ীভাবে নিগমনগর ঘাটপার মেলার মাঠে বসানো হয়েছে।

এই অস্থায়ী বাজার ও স্থায়ী মাছ বাজার সহ সংলগ্ন রাস্তার দুধারে স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক অভিনব রায়, দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ, কমরেড সুজাতা চক্রবর্তী ও কমরেড গৌরাঙ্গ পাইন।