Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯ পরিযায়ী শ্রমিক, আহত বহু


একের পর এক পথ দুর্ঘটনায় প্রান হারাচ্ছে পরিযায়ী শ্রমিক। করোনা আবহে একদিকে যখন আতঙ্ক পিছু ছাড়ছে না অন্যদিকে তখন লক ডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা ঘরে ফিরতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে।

বিহারের ভাগলপুরর জেলার নওগাছিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর শ্রমিকবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে প্রান হারালো ৯জন পরিযায়ী শ্রমিক। বাসটি বিহারের দারভাঙা থেকে বাঁকা জেলা যাচ্ছিল। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। সংঘর্ষের পরই ট্রাকটি উল্টে রাস্তার পাশে জঙ্গলে গড়িয়ে পড়ে। জখম হয়েছেন বহু শ্রমিক। বাসের পাঁচ যাত্রীও জখম হয়েছেন। 

জানা গেছে ওই শ্রমিকরা বিহারের ধোবি চম্পারণ এলাকার বাসিন্দা। ট্রাকে বেশ কিছু সাইকেল মিলেছে। প্রাথমিক তদন্তে প্রশাসনের অনুমান, শ্রমিকরা সাইকেলে ফিরছিলেন, মাঝপথে ট্রাকে ওঠেন তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি পরে ক্রেন দিয়েটেনে তোলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code