সুজাতা ঘোষ, বাগডোগরা;
দিন যত গড়াচ্ছে করোনা নিয়ে সমস্যা ক্রমেই জটিল হয়ে উঠছে। লকডাউন জারির পর থেকেই প্রশাসনের তরফে বারবার কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহতা এবং তা রোধ থেকে প্রয়োজনীয় কিছু নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রথম থেকেই তা মানছে না অনেকে, রেড জোনগুলিতে বারংবার ঘরে থাকার নির্দেশ দেওয়া সত্ত্বেও অনেকেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জমায়েত করছেন। এতে পুলিশ প্রশাসনের হয়রানির পাশাপাশি সামাজিক দূরত্বের নিয়ম লঙ্ঘন করে চলেছে। কিন্তু এর আগেও যেমন সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশকর্মীদের রাস্তায় নেমে গান গাইতে দেখা গেছে; এবার রং-তুলির আঁচড়ে দেওয়াল চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে সমাজকে সচেতনতার বার্তা দিয়ে অনন্য নজির গড়লেন বাগডোগরার মোহিত দে।
বাগডোগরার বিশিষ্ট চিত্রশিল্পী মোহিত দে সমাজ কল্যাণের স্বার্থে একটি বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন ; তিনি বলেন- ' প্রকৃতির নিয়মে সৃষ্টি ও বিনাশ পৃথিবীতে থাকবেই। তাই কেউ আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে আবার কেউ টিকে গেছে। মানুষ বুদ্ধিমান শ্রেষ্ঠ জীব তাই নানান বিপর্যয়ের মোকাবিলা করে বার বার জয়ী হয়েছে। বর্তমানে দাঁড়িয়েও এক ভয়ঙ্কর ভাইরাসের মুখোমুখি আমরা সবাই।তবুও জানি জয় আসবেই কিন্তু কিছু মানুষ ভীষণভাবে আতঙ্কিত। এই মারণ ভাইরাসের মোকাবিলা অত্যন্ত কঠিন হলেও জয় আসবেই, যদি কিছু শর্ত বিধিনিষেধ মেনে চলি। এ যুদ্ধে যারা মানুষের পাশে থেকে কঠিন সংগ্রাম করছে সেইসব চিকিৎসাকর্মী, পুলিশ প্রশাসন তাদের জন্য গর্ববোধ হয়। তবে দ্রুত লুপ্ত হয়ে যাবে চোরাশিকারি এই মারণ ভাইরাস। পৃথিবী আবার সুস্থ হবে, চারদিকে মানুষের কোলাহল ও ছোট ছোট গুটি গুটি পায়ে চঞ্চল হয়ে উঠবে পার্ক, মাঠ ও আঙ্গিনা। আবার ব্যস্ততায় ভরে উঠবে পথ-ঘাট। আসুন সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই , নিজেরা শৃংখলাবদ্ধ হই । এক নতুন সুস্থ পৃথিবী গড়ে তুলি।'
তাঁর এই অসামান্য প্রতিভা দেখে বাগডোগরাবাসী যেমন অভিভূত হয়েছেন তেমনি তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সবাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊