করোনা মহামারী চলছে সারা দেশ জুড়ে, আক্রান্তের সংখ্যা দেড় লক্ষাধিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ষাট হাজার লোক l ৩১ শে মে পর্যন্ত লক ডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে দেশ জুড়ে l সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল, শপিং মল বন্ধ রয়েছে l এ রাজ্যেও ব্যাতিক্রম নয়, রাজ্য সরকার স্কুলগুলিকে ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, ইতি মধ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩০% ছাত্র নিয়ে জুলাই মাসে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার l তবে রাজ্য কি সিদ্ধান্ত নেয় সে দিকে নজর শিক্ষার্থী থেকে শিক্ষক মহলে l এর মধ্যে রাজ্যে তৃতীয় দফায় মিড ডে মিলের আওতায় ফের চাল ও আলু বিতরণের নির্দেশ এসে গেছে কোচবিহারের স্কুলগুলিতে l 


১ বছর অতিক্রম করলো সংবাদ একলব্য। আপনাদের সহযোগিতায় এভাবেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে থাকার দৃঢ় অঙ্গীকার সংবাদ একলব্য’র। আপনার আশেপাশে ঘটেচলা ঘটনা জানান আপনি, আপনিই আপনার এলাকার মুখপত্র। আমাদের ফেসবুক পেজে SMS করুন ঘটনার বিবরণ ছবি/ভিডিও সহ।

আমাদের ফেসবুক পেজের টপ ফ্যানদের মধ্যে লাকি কয়েকজনকে প্রতিমাসে দেওয়া হবে উপহার। তাই নিয়মিত লাইক-কমেন্ট-শেয়ার করুন।


এই নির্দেশ মত আগামী ২৮ শে মে ও ২৯ শে মে তারিখে স্কুলগুলিতে স্যানিটইজিং করার নির্দেশ এসেছে এবং আগামী ১ লা জুন থেকে ১০ ই জুন পর্যন্ত শ্রেণীভিত্তিক ২ কেজি চাল ও ২ কেজি আলু ছাত্র ছাত্রীদের অভিভাবকদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে l 


কোন দিন কোন শ্রেণীর ছাত্র ছাত্রীদের দেওয়া হবে তার বিস্তারিত দেওয়া হয়েছে l স্কুলগুলিতে নির্দেশ এসেছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার যাতে জামায়েত না হয়, সামাজিক দুরুত্ব বজায় রাখা যায় সে দিকে বিশেষ নজর দিতে l 

তবে দ্বিতীয় দফার সাথে এবারের কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন - ৩ কেজি চাল ও আলুর পরিবর্তে ২ কেজি চাল ও আলু দেওয়ার নির্দেশের পাশাপাশি স্কুলকে নিজ দায়িত্বে আলু কেনার নির্দেশ দেওয়া হয়েছে যা দ্বিতীয় দফায় মিড ডে মিল কর্তৃপক্ষ সরবরাহ করেছিলেন l 

আলুর বাজারদর ঠিক করে দেওয়া হয়নি l ৩ কেজির পরিবর্তে ২ কেজি চাল ও আলুর বিতরণে অভিভাবকমহলে অসন্তোষ ছাড়াতে পারে বলেও মনে করছেন শিক্ষকমহল l