RBI cancels licence of Mumbai-based CKP Cooperative Bank

লকডাউনের মাঝেই বড় বিপত্তি। CKP কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক।  শনিবারই এই কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেয় আরবিআই।


আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, এই ব্যাঙ্কের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এমনকী অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণের দ্বারা এই ব্যাঙ্ককে বাঁচানোর কোনও পরিকল্পনাও কতৃপক্ষের নেই। 

আর বি আই জানিয়েছে- ব্যাংক তার বর্তমান এবং ভবিষ্যত আমানতকারীদের অর্থ প্রদান করতে অসমর্থ, যার ফলে ধারা ২২ (৩) (ক) এর ৫ নং অনুচ্ছেদে লঙ্ঘন করেছে CKP-CO-OPERATIVE ব্যাঙ্ক। 

আরবিআই আরও জানিয়েছে, এই ব্যাঙ্কে যাঁরা টাকা রেখেছেন, বর্তমান ও ভবিষ্যতেও তাঁদের জমা টাকা ফেরত দেওয়ার মতো আর্থিক অবস্থায় নেই ব্যাঙ্কটি। আরবিআই-এর নিয়ম মেনে ন্যূনতম মূলধনও নেই। তাই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গেছে। 

তবে ব্যাঙ্কটির লাইসেন্স বাতিলের ফলে, এই ব্যাঙ্কে যাঁরা টাকা রেখেছিলেন, তাঁরা আরবিআই-এর নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এছাড়াও গ্রাহকদের স্বার্থের দিকে নজরা রাখছে আর বি আই। 

SOURCE: INDIA TODAY