নিজস্ব সংবাদ দাতা বড়শাকদল ,SER-20:  রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বড়শাকদল মা ভারতী মিলন এর পক্ষ থেকে অসহায় মানুষের প্রতি সাহায্যের জন্য এক মহতী উদ্যোগ  গ্রহণ  করলেন। 

লকডাউনে অসহায় দুঃস্থ মানুষ সবথেকে বেশি সমস্যায় পড়েছে। দুবেলা পেট ভরানোর ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে অনেকেই। এইসব অসহায়  মানুষদের সাহায্যে এগিয়ে এলো রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বড়শাকদল মা ভারতী মিলন সঙ্ঘ।
   
মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ মা ভারতী মিলন এর পক্ষ থেকে এলাকার ১০০ দুঃস্থ ও অসহায় পরিবারের    হাতে তুলে দেওয়া হয় চাল,  আলু, ও শাকসব্জি,  তেল,  সাবান প্রভৃতি। 

খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি সঙ্ঘের সদস্যরা মানুষদের সর্বদা মাস্ক ব্যবহার করার প্রয়োজনীয়তা বুঝিয়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতনও করেছেন।

এছাড়াও  সংঘের  সদস্য  প্রমুখ  তপন রায়  জানান - "  আগামী দিনে আমরা  বাজারে বাজারে  জীবাণু  নাশক স্প্রে  করবো,  দরিদ্র  মানুষের  পাশে  সর্বদাই থাকবো" ।