![]() |
picture credit:ramkrishna mission fb |
SERVING GOD IN MAN: RAMAKRISHNA MISSION PROVIDING FOOD AND SHELTER TO THOUSANDS OF CYCLONE AMPHAN AFFECTED PEOPLE
ত্রাণ ব্যবস্থার তদারককারী তুহিন মহারাজ প্রেস ইনফরমেশন ব্যুরো কে জানিয়েছেন- "রামকৃষ্ণ মিশনের ১৫ টি শাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থাকা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করার কাজ চলেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কোলকাতার দুর্গম অঞ্চলে মিশনের মহারাজ এবং মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ত্রাণ নিয়ে পৌঁছেছেন। চেষ্টা করা হচ্ছে দুর্গতদের মধ্যে রান্না করা খাবার বিলি করার কিন্তু যেখানে সেটা সম্ভব হচ্ছেনা সেখানে শুকনো খাবারই তুলে দেওয়া হচ্ছে।"
জানাগেছে খাবার দাবার ছাড়াও ত্রীপল, ওষুধপত্রও দেওয়া হচ্ছে। যাদের মাথার ছাদ আমফানের দাপটে উড়ে গেছে তাদের সাময়িক আস্তানার ব্যবস্থাও করে দিচ্ছে মিশন।
Social Plugin