Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাস্ক না পড়লেই ৫০০, দোকানদাররা নিয়ম ভাঙলে ২০০০ টাকা জরিমানার ঘোষনা

picture credit: mathrubhumi

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করতে হবে। সেকারণেই প্রকাশ্যে থুতু ফেলাকে নিষিদ্ধ ঘোষণা করল পাঞ্জাব । কেউ ভুল করে থুতু ফেললেই গুনতে হবে ৫০০ টাকার জরিমানা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু বলেছেন সবাইকেই বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে। যে আইন ভাঙবে তাকেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা।

এছাড়াও যাঁরা হোম কোয়ারেন্টাইন গাইড লাইন ভাঙবে, তাদের দিতে হবে ২ হাজার টাকা জরিমানা। দোকানদাররা নিয়ম ভাঙলে জরিমানা দেবে ২ হাজার টাকা। সংক্রমণ রুখতেই পাঞ্জাব সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Ad Code