Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ছে করোনা সংক্রমনের হার, থমথমে বালিকা বন্দর


নিজস্ব সংবাদদাতা, বড়শাকদল:

গতকাল কোচবিহারে ৩২ জনের করোনা সংক্রমনের খবর প্রকাশ পেতেই জেলা জুরে মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। এমতাবস্থায় আজ সকালে সাহেব গঞ্জ থানার অন্তর্গত বড়শাকদল অঞ্চলের বালিকা বন্দরে দেখা গেল সেই ছবি। শুনশুন দোকান বাজার , বিগত দিন গুলার তুলনায় লোকজনের সমাবেশ অনেক কম। 

এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান " করোনা সংক্রমনের সংখ্যা দিনহাটা দুই নং ব্লক যে ভাবে বেড়ে যাচ্ছে তাই আমরা অঞ্চল প্রশাসন থেকে নির্দেশ দিয়েছি যে, গোটা বড়শাকদল অঞ্চলে সকাল ৭ টা থেকে ১২ টা পর্যন্ত দোকান পাট খোলা থাকবে। সেই সাথে মানুষ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোয় তার জন্য অনুরোধ করা হচ্ছে। " 

তিনি আরো জানান বড়শাকদল অঞ্চলের প্রায় ১৩০০ জন শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। তারা যেভাবে বাড়ি ফিরছে তাতে আতঙ্ক বেড়েই চলছে। তাই তাদেরকে রাখার জন্য অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলিও নেওয়ার চিন্তা ভাবনা চলছে। 

বিস্তারিত দেখুন ভিডিওতে......

Ad Code