Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রেনের টিকিট বুকিং- এর সময় পিছিয়ে দিল রেল


১২ই মে মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের কথা ঘোষণা করেছে রেল। আজ বিকেল ৪টা থেকেই চালু করার কথা ছিল টিকিট বুকিং। কিন্তু, টিকিট বুকিং পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে করা যাবে বলে জানা গেছে।

রবিবার রেল জানিয়েছে, ১২ মে থেকে পর্যায়ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। ১২ মে কেবলমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন চলবে। মোট ১৫ জোড়া ট্রেন চালানো হবে বলে জানা গেছে। যদিও আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুক করতে হবে টিকিট। স্টেশনে টিকিট পাওয়া যাবে না। 

রেলের সময়সীমা পরে জানানো হবে বলেই জানা গেছে। তবে রেল টিকিট কেটেই প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি থাকবে। তাঁর আগে স্ক্রিনিং করা হবে, উপসর্গহীন যাত্রীদেরই শুধুমাত্র ট্রেনে ওঠার অনুমতি থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সকল টিকিট কাউন্টার। প্ল্যাটফর্ম টিকিটসহ কোনও কাউন্টার টিকিটও পাওয়া যাবে না। এছাড়াও, যাত্রীদের নিয়ম অনুসারে মাস্ক ব্যবহার করতে হবেই।

IRCTC এর ওয়েবসাইটে জানানো হয়েছে, বিকাল ৬টা থেকেই টিকিট বুকিং করা যাবে।  

Ad Code