Maharashtra Village Renames Locality After Irrfan Khan To Pay A Tribute To Their Real Life Hero

সুরশ্রী রায় চৌধুরীঃ  ইরফান খান ৫৩ বছর বয়সে বলিউড কে কাঁদিয়ে চলে গেছেন। ২০১৮  সাল থেকে নিউরো এন্ডোক্রিন টিউমারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। মারণ ক্যান্সার তাঁর শরীরে থাবা বসিয়েছিল। ইরফান খানের মৃত্যুকে কেউই মেনে নিতে পারছে না।

মহারাষ্ট্রের ইগতপুরি  গ্রামে  বাগান বাড়ি তৈরি করবেন বলে জমি কিনেছিলেন ইরফান। সেই গ্রাম খুবই আপন ছিল ইরফানের কাছে।  সেখানকার দুঃস্থ পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব ও নেন তিনি। শুধু তাই নয়, গ্রামে স্কুল খুলতে উদ্যোগী হন ইরফান। সেই স্কুলের খরচও বেশ কিছু অংশে বহন করেন তিনি। শুধু তাই নয়, সেখানকার দুঃস্থ শিশুদের মধ্যে থেকে বেশ কয়েকজনের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাঁদের বইপত্রও কিনে দেন ইরফান।  গ্রামের মানুষের জন্য কিনে দেন অ্যাম্বুলেন্স। কোনও জরুরি অবস্থায় সেখানকার মানুষ যাতে শিগগিরই হাসপাতালসহ চিকিতসকের কাছে পৌঁছতে পারেন, অ্যাম্বুলেন্স কিনে সেই ব্যবস্থা করেন ইরফান। 

সেই ইগতপুরির গ্রামের নাম পালটে করা হয়েছে ইরফান খান। স্থানীয় জেলা পরিষদের তরফে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।