করোনা সংক্রমণে ধুঁকছে দেশের অর্থনীতি। জাতির উদ্দ্যেশে এ পর্যন্ত শেষ ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে 'আত্মনির্ভর' করতে দেশবাসীর জন্য ২০ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। বুধবার থেকে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই প্যাকেজের বিশদ বিবরণ সাংবাদিক বৈঠকে তুলে ধরছেন। নরেন্দ্র মোদি সরকারের ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ পুনর্বিবেচনারও দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি, সরাসরি কৃষকদের হাতে নগদ অর্থ দেওয়ার পক্ষে ফের সওয়াল করলেন তিনি।
তাঁর দাবি, যে প্যাকেজ ঘোষিত হয়েছে তাতে সাধারণ মানুষ সরাসরি কোনও সুবিধা পাচ্ছে না। আজ এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "আর্থিক প্যাকেজ লোন দেওয়ায় সীমাবন্ধ থাকলে হবে না, কৃষক ও ঘরমুখী শ্রমিকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে হবে। কৃষকদের হাতে সরাসরি টাকা দিতে হবে। কারণ তাঁরাই দেশের ভবিষ্যত।"
রাহুল এদিন আরও বলেন, "সময়ের প্রয়োজন হল লোকজনের পকেটে সরাসরি টাকা দেওয়া এবং এই মুহুর্তে তাদের ঋণের প্রয়োজন নেই। যখন শিশুদের আঘাত হয়, মা তাদের ঋণ দেয় না। তাদের সরাসরি ত্রাণ দেয়। এখন ঋণের প্রয়োজন নেই, টাকা জনগণের পকেটে দেওয়া উচিত।"
রেটিং সংস্থাগুলির আর্থিক বৃ্দ্ধির হার কমানোর পূর্বভাসের হুঁশিয়ারি প্রসঙ্গে মোদিকে 'বিদেশ (রেটিং এজেন্সি) নয়, ভারতের হৃদয়ের দিকে' নজর দিতে আবেদন করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা এখন কৃষক, শিল্প-বাণিজ্যকে সাহায্য না করে অর্থনীতি চলবে না।
Social Plugin