করোনা পরিস্থিতির জেরে ধুঁকছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে চাঙ্গা করতে 'আত্মনির্ভর' ভারত গড়ার লক্ষ্যে ২০লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যার বিশদ বিবরণ বুধবার থেকেই সাংবাদিক বৈঠকে জানাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমান। আজ তার চতুর্থ দিনের সাংবাদিক বৈঠক। আজ যে ঘোষিত কাঠামোগত সংস্কারগুলি সেই ক্ষেত্রগুলিকে প্রভাবিত করবে যা প্রবৃদ্ধির নতুন দিগন্ত, নতুন বিনিয়োগ নিরস্ত করা , উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করবে এমন সম্পর্কিত বিষয়ে আজকের ঘোষণা বলেই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
প্রধানমন্ত্রী সকলকে আত্মনির্ভরশীল হতে পরামর্শ দিয়েছেন। আত্মনির্ভর ভারত গড়তে হলে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিতে হবে। প্রধানমন্ত্রী নির্দিষ্ট পথে সংস্কারের উপর জোর দিয়েছেন। একই সঙ্গে বিশ্ব বাজারের চ্যালেঞ্জের জন্যেও প্রস্তুত থাকতে হবে। সেই জন্য নীতির সরলীকরণ করতে হবে। জানালেন অর্থমন্ত্রী।
রিফ্রেস করুন--- বিস্তারিত আসছে
প্রধানমন্ত্রী সকলকে আত্মনির্ভরশীল হতে পরামর্শ দিয়েছেন। আত্মনির্ভর ভারত গড়তে হলে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জোর দিতে হবে। প্রধানমন্ত্রী নির্দিষ্ট পথে সংস্কারের উপর জোর দিয়েছেন। একই সঙ্গে বিশ্ব বাজারের চ্যালেঞ্জের জন্যেও প্রস্তুত থাকতে হবে। সেই জন্য নীতির সরলীকরণ করতে হবে। জানালেন অর্থমন্ত্রী।
- আত্মনির্ভর ভারত গড়তে ৮টি বিশেষ ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। কয়লা, খনিজ প্রতিরক্ষা উত্পাদন, আকাশসীমা পরিচালনা, এমআরও শক্তি বিতরণ সংস্থাগুলি, মহাকাশ খাত, পরমাণু শক্তি ক্ষেত্রে জোর। শিল্প-পরিকাঠামোর উন্নতিতে বিশেষ জোর।
- ২০২৩-২০২৪ এ ১বিলিয়ন টন কয়লা উতপাদনের লক্ষ্যে ৫০০০০ কোটি টাকা Coal India Limited বিনিয়োগ । একটি খোলামেলা ও স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ৫০০ খনির ব্লক সরবরাহ করা হবে, অ্যালুমিনিয়াম শিল্পের প্রতিযোগিতা বাড়াতে বক্সাইট ও কয়লা খনিজ ব্লকের একটি যৌথ নিলাম চালু করা হবে
- স্বয়ংক্রিয় রুটের আওতায় প্রতিরক্ষা উৎপাদনে বিদেশী বিনিয়োগের সীমা ৪৯% থেকে বাড়িয়ে ৭৪% করা হচ্ছে।
- প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও মেক ইন ইন্ডিয়া নীতি। অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন হবে।বেসরকারিকরণ নয়। কিছু সমরাস্ত্র কোনও অবস্থাতেই বিদেশ থেকে আমদানি হবে না। দেশেই বিশেষ কিছু অস্ত্র তৈরি করা হবে।
- বিমান পরিবহণ শিল্পে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিমানবন্দরগুলির আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে। ভারতীয় আকাশসীমাকে যত বেশিসম্ভব ব্যবহারে ছাড়পত্র। ‘পিপিপি মডেলে বিমানবন্দরগুলির আধুনিকীকরণ করা হবে’
- বিমান বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) এর বিশ্বব্যাপী কেন্দ্র হবে ভারত। এমআরও এর জন্য কর শৃঙ্খলা যুক্তিযুক্ত করা হয়েছে। বিমানের উপাদান মেরামত ও এয়ারফ্রেম রক্ষণাবেক্ষণ ৩ বছরে ৮০০ কোটি থেকে বাড়িয়ে ২০০০ কোটি টাকা।
- ভোক্তা অধিকার, শিল্প প্রচার ও খাতের সংস্কারসহ একটি ট্যারিফ নীতিমালা প্রকাশ করা হবে।
- কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ, বিদ্যুৎ বিভাগ / ইউটিলিটির উপ-অনুকূল কর্মক্ষমতা বেসরকারীকরণ করা হবে।
Atomic Energy-related reforms; link India's robust start-up ecosystem to the nuclear sector - Technology Development cum Incubation Centres will be set up for fostering synergy between research facilities and tech entrepreneurs: Finance Minister Nirmala Sitharaman. pic.twitter.com/9aJshCmzUJ— ANI (@ANI) May 16, 2020
The private sector will be allowed to use ISRO facilities and other relevant assets to improve their capacities. Future projects for planetary exploration, outer space travel, etc. to be open for the private sector: Finance Minister Nirmala Sitharaman. https://t.co/bp3kbkE3dp— ANI (@ANI) May 16, 2020
live Financial Minister Nirmala Sitaraman-
রিফ্রেস করুন--- বিস্তারিত আসছে
Social Plugin