CENTRAL TEAMS BEING DEPLOYED TO DISTRICTS WITH HIGHEST NUMBER OF COVID19 CASES
করোনা পরিস্থিতির জেরে জেরবার দেশ। সারা দেশে চলছে লক ডাউন। দুসপ্তাহ আগেই করোনা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই প্রতিনিধি দল নিয়ে কেন্দ্র- রাজ্য অনেক চাপান উতার হয়েছে। রাজ্যের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তাঁরা। এবার রাজ্যে 'পাবলিক হেলথ টিম' পাঠাচ্ছে কেন্দ্র। 

রবিবার সন্ধ্যায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ২০টি জেলায়, যেখানে সংক্রামিতের সংখ্যা সবথেকে বেশি, সেখানেই এই টিম পাঠানো হচ্ছে। কলকাতায় আসছে সেই টিম। 

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই জেলাগুলোর মধ্যে যে কন্টেইনমেন্ট জোনগুলি রয়েছে সেখানে সংক্রমণ মোকাবিলার কাজে রাজ্য সরকারকে সাহায্য করার জন্যেই এই টিমগুলি যাচ্ছে। 


কোভিড – ১৯ সংক্রমণের হার সবথেকে বেশি দেশের এমন ২০ টি জেলায় এদের পাঠানো হবে । এই জেলাগুলি হলঃ –

১) মুম্বাই, মহারাষ্ট্র।
২) আহমেদাবাদ, গুজরাট।
৩) দিল্লি (দক্ষিণ – পূর্ব) ।
৪) ইন্দোর, মধ্যপ্রদেশ।
৫) পুণে, মহারাষ্ট্র।
৬) জয়পুর, রাজস্থান।
৭) থানে, মহারাষ্ট্র।
৮) সুরাট, গুজরাট।
৯) চেন্নাই, তামিলনাডু।
১০) হায়দ্রাবাদ, তেলেঙ্গানা।
১১) ভোপাল, মধ্যপ্রদেশ।
১২) যোধপুর, রাজস্থান।
১৩) দিল্লি (সেন্ট্রাল)।
১৪) আগরা, উত্তরপ্রদেশ।
১৫) কলকাতা, পশ্চিমবঙ্গ।
১৬) কুরনুল, অন্ধ্রপ্রদেশ।
১৭) ভাদোদরা, গুজরাট।
১৮) গুন্টুহর, অন্ধ্রপ্রদেশ।
১৯) কৃষ্ণা, অন্ধ্রপ্রদেশ।
২০) লক্ষ্মৌ, উত্তরপ্রদেশ।
এই দলগুলি কোভিড – ১৯ মোকাবিলায় রাজ্যগুলিকে সংক্রমিত জেলা ও শহরে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে।