সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে সাংবাদিককূলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক সাংবাদিককে যে ১০ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দেওয়া হবে, সে কথাও ফের মনে করিয়ে দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, 'গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। নির্ভীকভাবে তাদের কাজ করতে হয়। সমস্ত সাংবাদিককে সম্মান জানাই সমাজে তাঁদের অবদানের জন্য।'
Press is the fourth pillar in a democracy and must perform its duties fearlessly. We respect journalists for their contribution to society. Our Govt in #Bangla has many initiatives for the welfare of journalists #PressFreedomDay 1/2— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2020
টুইটারে মুখ্যমন্ত্রী আরও লেখেন, বাংলার সরকার কোভিড ১৯ যুদ্ধে সামিল প্রথম সারিতে থাকা যোদ্ধাদের জন্য ১০ লক্ষ টাকা স্বাস্থ্য নিমার ঘোষণা করেছে। সে তালিকায় সাংবাদিকরাও রয়েছে।
ডাক্তার, নার্স, পুলিশের সাথে সাথে সাংবাদিকরাও করোনা সংক্রমণের সংকট কালীন সময়ে দেশের জন্য সামনে থেকেই লড়ে যাচ্ছেন। তাই অন্যান্য যোদ্ধাদের সাথে সাংবাদিকরাও এই তালিকায় রয়েছেন।
Our Govt in #Bangla has also announced health insurance with up to 10 lakh coverage for frontline COVID workers, including journalists #PressFreedomDay 2/2— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2020
Social Plugin