Madonna has launched an ongoing Instagram video series called Quarantine Diaries.
করোনার দাপট এখন সারা বিশ্বে। সারা বিশ্ব যখন থরথরে কাঁপছে করোনার কোপে তখন আজব দাবি করলেন পপ তারকা ম্যাডোনা। আমেরিকান গায়িকা ম্যাডোনা জানালেন, তাঁর শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। এখবর শুনেই চমকে গেছেন ভক্তরা।
আমেরিকান গায়িকা ম্যাডোনা ইন্সটাগ্রামের এক পোস্টে জানালেন এ কথা। পোস্টে দেখা যাচ্ছে, ম্যাডোনা বসে রয়েছেন একটি টাইপরাইটারের সামনে, কিছু একটা টাইপ করছেন। টাইপ করতে করতেই জানালেন এই খবর। তিনি জানিয়েছেন, 'পরীক্ষা করিয়েছিলাম, দেখা গিয়েছে, আমার শরীরে অ্যান্টিবডি রয়েছে। তাই কাল আমি লং ড্রাইভে যাব, জানালা খুলে দেব, করোনার এই বাতাসে শ্বাস নেব। সূর্য নিশ্চয়ই ঝকঝক করবে তখন। আগামিকাল নতুন একটি দিন, আমি ঘুম থেকে উঠে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি চাই।'
ম্যাডোনার এই দাবি চাঞ্চল্য ছড়িয়েছে। তার জন্য নয়া সওয়াল তৈরি হয়েছে বিশেষজ্ঞদের কাছে। যদিও, আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এখনও নিশ্চিত করতে পারেনি, শরীরে অ্যান্টিবডি থাকার অর্থ একেবারে করোনা আশঙ্কামুক্ত হয়ে যাওয়া কিনা।
Social Plugin