Latest News

6/recent/ticker-posts

Ad Code

আর হল না ঘরে ফেরা, শ্রমিকদের পিষে দিল ট্রেন!

picture credit:ani

দীর্ঘ লক ডাউনের জেরে কর্মহীন পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে অনেকেই হেটে আসার পথ বেঁচে নিয়েছে। সরকার ফেরানোর ব্যবস্থা করলেও হয়তো টাকার অভাব বা টিকিট না পাওয়ার জেরে অনেকেই হাঁটাপথ, সাইকেল বেছে নিয়েছে। এভাবেই বাড়ি ফিরতে গিয়ে প্রাণ গেলো ১৭জন পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, মধ্য প্রদেশে নিজের বাড়ি ফিরতেই হাঁটাপথে রওনা দেয় তাঁরা, ক্লান্ত হয়ে পড়ায় রেল লাইনেই শুয়ে পড়ে। সকাল ৫টা ১৫ মিনিট নাগাদ 
রেললাইনে ঘুমিয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রেন। পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে । সকলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। 

ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে পোঁছায় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। আধিকারিকরা জানিয়েছেন মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। 

প্রাথমিক অনুমাণ, স্পেশাল ট্রেন চালু করলেও এই শ্রমিকরা সেই ট্রেনে হয়ত টিকিট পাননি, তাই রেললাইন ধরে তাঁরা বাড়ি ফিরছিলেন।

Ad Code