করোনা আবহের মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আমেরিকা। বেশ কিছুদিন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকার সংঘাত চলছেই। এই ঘোষণা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, বছরে মাত্র ৪০ মিলিয়ন ডলার দিয়ে হুকে নিয়ন্ত্রণ করছে চিন। যেখানে প্রতিবছর এই সংস্থাকে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার অনুদান দেয় আমেরিকা।

তিনি জানিয়েছেন, এই অর্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন মতো বিশ্বজুড়ে ব্যবহার করা হবে। এর আগেই ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দেওয়া বন্ধ করেছে। তখনও তিনি অভিযোগ করেছিলেন হু চিনের দ্বারা নিয়ন্ত্রিত। 

হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, হু, অনুরোধিত ও প্রয়োজনীয় সংস্কারসাধনে ব্যর্থ । তাই মার্কিন যুক্তরাষ্ট্র হু-র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে।