লকডাউনে শঙ্খ শিল্পীদের খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাড়াল ডোমকল ভূমিপুত্র

জাহাঙ্গীর আলম, ডোমকল, মুর্শিদাবাদ: গোটা বিশ্বে থাবা বসিয়েছে করোনা নামক মারণ ভাইরাস। বাঁচবার একটাই পথ লকডাউন, তাই দেশে চলছে লকডাউন। গোটা ভারতবর্ষ জুড়ে দীর্ঘ দুই মাস ধরে চলছে লকডাউন, দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই দিকে নজর রেখে সাধারণ মানুষের কথাভেবে বেড়ে চলেছে লকডাউনও।

লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ, সেই সাথে কাজ হারিয়ে বসে আছেন ছোট খাটো কুটির শিল্পের শিল্পীরাও। কাজ হারানো সাধারণ মানুষ খুবই খাবারের সমস্যায় পড়ছেন। একই সঙ্গে সমস্যায় পরছেন ডোমকালের বহুসংখক  শঙ্খ শিল্পীরা। এবার তাদের কথা ভেবেই তাদের হাতে হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ডিম, মুড়ি,  ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাঁদের পাশে দাঁড়ালেন  ডোমকল পৌরসভার পৌরপিতা তথা ডোমকল বিধানসভার কো-অর্ডিনেটর মাননীয় জাফিকুল ইসলাম মহাশয় ও ডোমকল ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা শাহ।