PMJDY has provided a platform for the three social security schemes viz. Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY), Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY), Atal Pension Yojana (APY) and Pradhan Mantri Mudra Yojana (PMMY).
বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে জন ধন যোজনার অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বেশ জোর দেওয়া হচ্ছে। এই প্রকল্প চালু হয় ২০১৪ সালের অগস্ট মাসে। এই প্রকল্পের লক্ষ্য, দেশের প্রতিটি মানুষের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা। এই অ্যাকাউন্ট থাকলে ১ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমারও সুবিধা দেয় কেন্দ্র। সেই সঙ্গে শর্ত সাপেক্ষ ৩০ হাজার টাকার জীবনবিমা। জিরো ব্যালেন্সের সুবিধা ছাড়াও ছ'মাস লেনদেন চালানোর পরে ৫ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টেরও সুবিধা পাওয়া যায়। এই অ্যাকাউন্টের গ্রাহকরা রুপে ডেবিট কার্ড ও মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাও পান। 


তবে, আগে অনেকেই জন ধন যোজনার অ্যাকাউন্টকে গুরুত্ব না দিলেও এখন কিন্তু বুঝতেই পারছেন কতটা জরুরী। সরকারি সাহায্য থেকে গ্যাসের টাকা, পেনশন থেকে অন্যান্য সরকারি আর্থিক সুবিধা পাওয়ার জন্য গরিব মানুষের কাছে এখন জন-ধন অ্যাকাউন্ট থাকাটা খুব জরুরী।

জনধন যোজনার অ্যাকাউন্ট খুলতে কি কি জরুরী- 
  • ব্যাঙ্ক বা প্রধানমন্ত্রী জন ধন যোজনা ওয়েবসাইট থেকে ফর্ম নেবেন। 
  • আধার কার্ড 
  • রেশন কার্ড 
  • নিজের ছবি 
অনেকেই মনে করেন শুধুমাত্র প্রাপ্ত বয়স্করাই এই অ্যাকাউন্ট খুলতে পারে। কিন্তু না, শিশুদের ক্ষেত্রেও জন ধন যোজনার অ্যাকাউন্ট খোলা যায়। এরজন্য আপনাকে মানতে হবে কিছু নিয়ম। শিশুদের জন্য তাঁর বাবা বা মায়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। 

শিশুদের অ্যাকাউন্ট খুলতে কি কি জরুরী- 
  • ব্যাঙ্ক বা প্রধানমন্ত্রী জন ধন যোজনা ওয়েবসাইট থেকে ফর্ম নেবেন। 
  • শিশুর পরিচয় পত্র 
  • শিশুর পিতা/মাতার আধার কার্ড 
  • রেশন কার্ড 
  • শিশুর ও পিতা/ মাতার জয়েন্ট ছবি

শিশুর বয়স ১৮ না হওয়া পর্যন্ত পিতা বা মাতার সাথে সংযুক্ত থাকবে অ্যাকাউন্টটি। দুজনের সিদ্ধান্তেই অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। এরপর শিশুর বয়স ১৮ হলেই শিশুর ব্যক্তিগত অ্যাকাউন্ট হয়ে যাবে। তবে তখন ব্যাঙ্কের কাছে একটি পরিচয়ের নথি জমা দিতে হবে।

ফর্ম ডাউনলোড করুন- ডাউনলোড

অনুগ্রহ করে ফেসবুক পেজটি লাইক করে নিয়মিত আপডেট পান-