ফের একবার জাতির উদ্দ্যেশে ভাষন দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বৈঠক হয়। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নিয়ে রাজ্যগুলির পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী।
এর মাঝেই মঙ্গলবার টুইটারে টুইট করে জানিয়েছে, আজ রাত ৮টায় জাতির উদ্দ্যেশে ভাষন দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ঘোষনার অপেক্ষায় রয়েছেন দেশবাসী।
গতকাল মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকে লক ডাউন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। তবে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হতে পারে বলেই জানা গেছে। আজকের প্রধানমন্ত্রীর ভাষনে নতুন ঘোষনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
Social Plugin