সাংসদ থেকে এবার একদম নতুন ভুমিকায় দেখা গেল নিশীথকে। হ্যা , আজ নিশীথ প্রামাণিক তার স্যোশাল একাউন্টে পোস্ট করলেন সেই ভিডিও- যা দেখে অবাক হবেন আপনিও।
করোনা মোকাবিলায় নতুন উদ্ভাবনীর উপর যখন সমগ্র বিশ্ব জোর দিচ্ছে তখন নিশীথ প্রামাণিক নিজের হাতে তৈরি করলেন- স্যানিটাইজার চেম্বার। সাংসদ জানিয়েছে- "আমি মা ভারতীর সেবা করার জন্য একটি ছোট চেষ্টা করেছি। আমি সমাজ এবং এর জনগণের চাহিদা পূরণে সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।"
ভিডিওটিতে দেখা যাচ্ছে- সাংসদ নিজের হাতে তৈরি করলেন স্যানিটাজার চেম্বার। চেম্বারের নক্সা থেকে চেম্বার তৈরি সমস্তটাই নিজের হাতে।
তিনি জানিয়েছেন এই চেম্বার বাজারের সস্তা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো হয়েছে। এখন দেখার সাংসদ নিশীথের এই স্যানিটাজার চেম্বার কতটা করোনা মোকাবিলায় কার্যকর হয়।
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin