করোনা পরিস্থিতির জেরে সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। করোনা পরিস্থিতিতে এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে আগামী বছরের জুলাই মাস অবধি মহার্ঘভাতা বা ডিএ-র বৃদ্ধিকে স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, জানুয়ারীর ১ তারিখ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত সময়কালের এরিয়ার দেওয়া হবে না। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সরকারি চাকুরিজীবীদের মাস মাইনে কেটে নেওয়া হবে। কার্যত এই খবর যে গুজব তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।


আজ ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, 'সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা গুজবে কান দেবেন না। সরকারের তরফ থেকে সরকারি চাকুরিজীবীদের মাস মাইনে কেটে নেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি এমন কোনও পরিকল্পনাও নেই।'