করোনা পরিস্থিতি জেরে সংকট কালীন সময়েই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সুপার সাইক্লোনে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড়। পরিস্থিতি মোকাবিলায় সোমবার বিকেল চারটেয় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Ministry of Home Affairs (MHA) and National Disaster Management Authority (NDMA) এর সঙ্গে উচ্চ পর্যায়ের একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেই জানা গেছে।
জানা গেছে, এই আলোচনা সভায় সংকটময় পরিস্থিতিতে আরও এক বিপর্যয়ের মোকাবেলা কীভাবে করা যায়, তার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড় ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সমুদ্র এসময় উত্তাল থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড় ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সমুদ্র এসময় উত্তাল থাকবে।
PM Narendra Modi to chair a high-level meeting with the Ministry of Home Affairs (MHA) and National Disaster Management Authority (NDMA) today at 4 PM, to review the arising cyclone situation in parts of the country. #Amphan (file pic) pic.twitter.com/gvcNgQQkeU— ANI (@ANI) May 18, 2020
Social Plugin