এক ধাক্কায় কোচবিহারে ৩২ জনের করোনা পজিটিভ আসায় কোচবিহার জেলা জুড়ে তৎপর প্রশাসনl
দীর্ঘ লক ডাউনে একদিকে নাজেহাল কোচবিহারবাসি কিন্তু শেষ মুহূর্তে করোনার গ্রাসে কোচবিহার l ৩২ জন পরিযায়ী শ্রমিকের করোনায় আক্রান্তের খবর আসা মাত্র জেলাজুড়ে চাঞ্চল্য ছড়ায় l ৩২ জনকেই অতি দ্রুত সনাক্তকরে শিলিগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় l
৩২ জন আক্রান্তের মধ্যে দিনহাটা মহকুমার ৩১ জন ও তুফানগঞ্জ মহকুমার ১ জনকে চিহ্নিত করা হয়েছে l এবার আক্রান্ত ব্যক্তিদের এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন l
দেখে নেওয়া যাক কোন কোন এলাকা এর অন্তর্ভুক্ত বুধ নম্বর সহ
দিনহাটা ১
- বড় আটিয়াবাড়ী 1 --- পেউলাগুড়ি পার্ট নং -238/6 সিতাই বিধানসভা
- আটিয়াবাড়ী পার্ট নং -236/6 সিতাই বিধানসভা কেন্দ্র
- বড় শৌলমারী - সিঙ্গিমারী মদনাকুরা 200/6 সিতাই বিধানসভা
- গীতালদহ 2 --- গীতালদহ পার্ট নং 280/6
- জারিধরলা 276/6, সিতাই বিধানসভা কেন্দ্র
- গোসানিমারি 1 --- চাউলেরকুঠি পার্ট নং 116/6
- বিনানোই পশ্চিম 112/6
- ছোটো নাটাবাড়ি 105/6 সিতাই বিধানসভা কেন্দ্র
- ওকড়াবাড়ি --- বালাকান্দি পার্ট নং -253/6
- পেটলা -- আলোকঝাড়ি 188/6 নং বুধ
- পুটিমারী 2 --- বড় নাচিনা পুটিমারী 167/6 সিতাই বিধানসভা কেন্দ্র
দিনহাটা 2 ব্লক
- বুড়িরহাট 2 --- জিৎপুর 1 পার্ট নং 222/7 দিনহাটা বিধানসভা
- চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত
- জাইগীর বালাবাড়ি 182/7
- গোবরাছাড়া নয়ারহাট পিকনিধারা 163/7 বুধ, তুতীয়াঁরকুটি 176/7
- নাজিরহাট 1 জিপি -- সেনপাড়া বক্সিটাড়ি পশ্চিম 20/7
- নাজিরহাট 2 ---- মনসেব শেওড়াগুড়ি 29/7, লোটাফেলা সরকার পাড় 35/7 নং বুধ
- মেঘনার কুঠি 206/7, মধ্য মশলাডাঙ্গা 29/7 নং বুধ
সিতাই ব্লক
- ব্রমোত্তর ছাত্ৰা --- পাহাড়িবাড়ি পূর্ব 37/6
- আদাবাড়িঘাট -- সিকান্দার মিহার পাড়া 7/6 নং বুধ সিতাই বিধানসভা
তুফানগঞ্জ
- বলরামপুর 1 --- সাকারপের ( চার পাড়া ) পার্ট নং 222/8 নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র l
এই সমস্ত এলাকায় জরুরিকালীন পরিষেবা ছাড়া কেউ বাইরে ও বাইরের থেকে কেউ এই এলাকায় যাতায়াত করতে পারবেনা বলে জানিয়েছে জেলা প্রশাসন l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊