করোনা সংক্রমণ রুখতে ও প্রত্যেককে আশপাশের করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে আরোগ্য সেতু অ্যাপ। করোনা থেকে বাঁচতে অনেকেই ডাউনলোড করে নিয়েছে এই অ্যাপ।
নয়ডা এখন রেড জোনে, চলছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে নয়ডায় বাধ্যতামূলক করা হল আরোগ্যসেতু অ্যাপ। রাস্তায় বের হলেই স্মার্টফোনে থাকতে হবে আরোগ্য সেতু। না থাকলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ পরিচ্ছেদ অনুসারে তার বিরুদ্ধে মামলা করা হবে। আইন অনুসারে, আরোগ্য সেতু অ্যাপ না থাকলে কারও কাছ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, অথবা ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। নাকা চেকিং পয়েন্টগুলিতে চলছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা হয়েছে কি না তার চেকিং। পুলিশ সূত্রে, জানা গেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন আইনি ব্যবস্থা নেওয়া হবে, নাকি জরিমানা করা হবে, নাকি সতর্ক করে রেহাই দেওয়া হবে!
কারও মোবাইল ডেটা না থাকলে সেক্ষেত্রে পুলিশ হটস্পট দিয়ে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে সহায়তা করবে বলেই জানা গেছে।
Social Plugin