করোনার কারনে চলা লকডাউনে দেশের নানা রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেন, বাসের বন্দোবস্ত করেছে কেন্দ্র। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে রাজ্যগুলোও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, ট্রেনে বা বাসে যাঁদের ঠাঁই মেলেনি, তাঁরা পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা হয়েছেন। অনেকেই বাড়ির ফিরছেন ট্রাকে বা কোনও গাড়িতে। আর একের পর এক দুর্ঘটনায় প্রান হারাচ্ছেন বহু শ্রমিক। 

শনিবার, উত্তরপ্রদেশের আউরাইয়াতে পথ দুর্ঘটনায় প্রান হারিয়েছেন ২৪জন শ্রমিক। আহত হয়েছেন আরও ২২ জন। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহারের পরিযায়ীরা শ্রমিকরা লড়িতে করে রাজস্থান থেকে ফিরছিলেন। এই শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল কেন্দ্র। শনিবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে, অরাইয়ায় মৃত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই টাকা বরাদ্দ হয়েছে জাতীয় ত্রাণ তহবিল থেকে।

ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে তিনি লেখেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের আরোগ্য কামনা করি।"