Latest News

6/recent/ticker-posts

Ad Code

'প্রধানমন্ত্রী আমাদের একটি হেডলাইন ও একটি সাদা পাতা দিলেন,': চিদম্বরম


তৃতীয় দফার লক ডাউনের মাঝেই গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দ্যেশে ভাষনে দেশবাসীর জন্য ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই আর্থিক প্যাকেজ দেশের মোট জিডিপি-র প্রায় ১০ শতাংশ। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

ট্যুইটারে চিদম্বরম লিখলেন, 'প্রধানমন্ত্রী আমাদের একটি হেডলাইন ও একটি ফাঁকা পাতা দিলেন। স্বাভাবিক ভাবেই, আমার প্রতিক্রিয়াও ফাঁকা। আজ আমরা তাকিয়ে আছি, ওই সাদা পাতাটি কী ভাবে অর্থমন্ত্রী ভর্তি করবেন। অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার কত টাকা দিচ্ছে, আমরা তার হিসেব রাখবো।'

তিনি আরও লিখছেন, 'কে কতটা পাচ্ছে, তাও নজর রাখবো আমরা। এবং সর্বোপরি, আমরা সেই সব মানুষগুলির কী পাচ্ছে নজর রাখব, যাঁরা গরিব, ক্ষুধার্ত, মাইলের পর মাইল হাঁটতে থাকা বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক। ১৩ কোটি পরিবার কত টাকা পাচ্ছে, সে দিকেও আমরা নজর রাখব।'

Ad Code