Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেটে ফেরার পথেই প্রসব পরিযায়ী শ্রমিকের, প্রসবের পরেও হেটেই ফিরলেন ঘর


করোনা আবহে লক ডাউনের জেরে পরিযায়ীদের কাঁতর আর্তি চোখে পড়ছে বারবার। কর্মহীন হয়ে পড়ে মানুষ খাবার থেকে চলাফেরা কোনোটাই ভালোমতো করতে পারছে না। সরকার রেলের ঘোষণা করলেও বারবার ফুটে উঠছে টিকিটের টাকার অভাব কিংবা সঠিক উপায় না পেয়ে পায়ে হেটেই মানুষ রওনা দিয়েছে ঘরের উদ্দ্যেশে। 

এদিন, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফেরার পথেই সন্তান প্রসব করলেন এক পরিযায়ী মহিলা শ্রমিক। সংবাদসংস্থা সূত্রে খবর, মহারাষ্ট্রের নাসিক থেকে মধ্যপ্রদেশের সতনায় নিজের গ্রামে ফিরছিলেন মহিলা।

জানা গেছে, সন্তান প্রসবের পর মাত্র ২ ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করে ওই মহিলা। প্রায় ১৫০ কিলোমিটার হেঁটে নিজেদের গ্রাম উঁচেহারায় পৌঁছন মহিলা ও তাঁর স্বামী।

Ad Code