করোনার কড়াল গ্রাসে বিশ্ব। এমন পরিস্থিতিতে স্তব্ধ ক্রীড়া জগতও। করোনার জেরে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার সাথে যুদ্ধ করতে বাতিল হয়েছে বিশ্বের একাধিক ক্রীড়া প্রতিযোগিতা । বেশ কিছু প্রতিযোগিতা হয়েছে স্থগিত। এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। তা পিছিয়ে দেওয়ার কথা গত মাসেই ঘোষণা করেছিল ফিফা। মঙ্গলবার এই প্রতিযোগিতার নতুন দিন ঘোষণা করা হল।
আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভারতে চলবে মহিলাদের বিশ্বকাপ। ফিফা চিহ্নিত প্রতিযোগিতার কেন্দ্রগুলিতেই হবে খেলা। সেই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতাও।
Following a thorough assessment of the impact of the COVID-19 pandemic, the Bureau of the FIFA Council has taken the following decisions: #U20WWC will be played 20 Jan – 6 Feb 2021.#U17WWC will be played 17 Feb – 7 March 2021.— FIFA Women's World Cup (@FIFAWWC) May 12, 2020
ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উয়েফা, কনকাকাফ, সিএএফ, ওএফসি ও কনমেবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলির দিনক্ষণ ও ভারতে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ আয়োজনের উপযুক্ত পরিবেশের কথা মাথায় রেখেই নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আমরা এখন সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজনের দিকে তাকিয়ে আছি। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে ভারতে মহিলাদের ফুটবলের উন্নতি হবে।’
Social Plugin