রবিবার রাত পৌনে ৯টা নাগাদ AIIMS-এর কার্ডিও-থোরাসিক বিভাগে ভরতি করা হয় মনমোহনকে। বুকে ব্যাথা নিয়ে AIIMS-এ ভর্তি হয়েছিলেন তিনি। অবশেষে মিলল স্বস্তি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। 

প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে যে উপসর্গগুলি দেখা গিয়েছে তা শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। এর অন্য কোনও কারণ নেই বলে জানিয়েছিলেন চিকিত্‍সকরা। তাঁর শারীরিক অবস্থার লাগাতার পর্যবেক্ষণ করার পর মঙ্গলবারই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি। আর তাই এদিনই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, রবিবার হঠাত্‍ তিনি অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিক মহল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত সকলেই তাঁর সুস্থতা কামনা করেছিলেন।