Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারী নির্দেশ মিললেও রাস্তায় অমিল বেসরকারী বাস


S E R-23, বাঁকুড়া, ৪ এপ্রিল: দেশের কেন্দ্রীয় তরফে জনতা কারফিউ জারির দিন থেকেই পথে নামেনি বেসরকারী বাসগুলি। তার পর দফায় দফায় লকডাউন ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে বেসরকারী বাস পরিষেবা । ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদেরকে। তবে রাজ্য সরকারের তরফে ৪ ঠা মে অর্থাৎ সোমবার থেকে গ্রীন জোনগুলিতে বাস চলাচলের ছাড়পত্র মিললেও রয়েছে কিছু বিধিনিষেধ । যেমন একটি বাসে সর্বাধিক কুড়ি জনের বেশি যাত্রী চাপানো যাবেনা, বাসগুলিকে সময় মাফিক স্যানিটাইজ করতে হবে, যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে , এছাড়াও রয়েছে বিভিন্ন স্বাস্থ্যবিধি।এই বিধিনিষেধ মেনে বাস চালাতে নারাজ বাঁকুড়ার বেসরকারী বাসের মালিকরা। স্বভাবতই গ্রীন জোন বাঁকুড়ায় রাস্তায় নামেনি বাসগুলি।

বাসমালিকদের দাবি, আমাদের বাসগুলি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে এর ফলে আমরা ক্ষতির মুখে পড়েছি । এর পর সরকারী বিধিনিষেধ মেনে কুড়ি জন করে যাত্রী নিয়ে বাস চলাচল করলে আমাদের বাসের তেলের দামই উঠবে না, এর উপর রয়েছে পরিবহন কর্মীদের বেতন দেওয়া , নিয়মিত বাসগুলিকে স্যানিটাইজ করা এসবের ফলে আমরা আরও বেশি ক্ষতির সন্মুখীন হবো । 

এছাড়াও তারা আরো বলেন ,কুড়ি জন যাত্রী নিয়ে বাস চলাচল করলেও তাদের শরীরে যে করোনা ভাইরাস থাকবেনা তার গ্যারান্টি কে দেবে ? বাসে কুড়ি জন যাত্রী পূর্ণ হওযার পর ,পরের স্টপেজে যাত্রী না ওঠালে সমস্যায় পড়তে হতে পারে।এই সব কারনে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি ।আমাদের এই সমস্যাগুলি পূরণ হলে, তবেই বাস পরিবহণ সম্ভব ।

Ad Code