Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেলযাত্রীদের জন্য একগুচ্ছ গাইডলাইন রেলের


করোনা পরিস্থিতির জেরে বহু দিন রেল পরিষেবা বন্ধ থাকার পর ১৫ জোড়া রেল চালানোর কথা ঘোষণা করেছে রেল। ১২ মে থেকে পর্যায়ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। ১২ মে কেবলমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন চলবে। যদিও আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুক করতে হবে টিকিট। স্টেশনে টিকিট পাওয়া যাবে না। তবে রেল যাত্রার জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে রেল। যাত্রাস্থল থেকে গন্তব্যস্থল পর্যন্ত এই গাইডলাইন মানতে হবে যাত্রীদের। 

জেনে নেওয়া যাক সেই গাইড লাইন- 
  • রেল যাত্রার জন্য টিকিট বুকিং করতে অনলাইনে। 
  • টিকিট কনফার্ম হলে তবেই প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি মিলবে। 
  • প্ল্যাটফর্মে প্রবেশের আগে করা হবে থার্মাল স্ক্রিনিং। এরজন্য যাত্রীকে ৯০ মিনিট আগেই পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে। 
  • স্টেশনে ও ট্রেনে সময়ে ফেস মাস্ক বা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। 
  • স্টেশনে ও ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। 
  • যাত্রীদের অবশ্যই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। 
  • যাত্রীদের কোনোরূপ কম্বল বা পর্দা সরবরাহ করবে না রেল। যাত্রীদের প্রয়োজনীয় জিনিস নিয়েই যাত্রা করতে হবে।

Ad Code