করোনা আবহে স্থগিত হওয়া CBSE এর বাকি পরীক্ষাগুলির দিন ঘোষণা করলো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কিছুদিন আগেই কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল উত্তর-পূর্ব দিল্লী বাদে বাকি দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সারা দেশের দ্বাদশ শ্রেণীর ২৯ টি প্রধান বিষয়ের পরীক্ষাই নেওয়া হবে।

এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এক ভিডিও কনফারেন্সে জানান CBSE এর দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলি আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই এর মধ্যে নেওয়া হবে। এছাড়াও যেসমস্ত পরীক্ষা আর নেওয়া হবে না সেগুলির মূল্যায়নের নির্দেশিকাও জারি হয়েছে বলে জানানো হয়েছে।

তবে কোনদিন কি পরীক্ষা হবে সেই সূচী এখনো ঠিক করে উঠতে পারেনি CBSE। তারা জানিয়েছে নির্দিষ্ট পরীক্ষার সময়সূচী পরে বোর্ডের ওয়েবসাইটে খুব শীঘ্রই দেওয়া হবে।