SER20:

দীর্ঘ কয়েক মাস কোরোনার গ্রাস থেকে কোচবিহার জেলা নিজেকে বাঁচিয়ে রেখে সবুজ রেখেছিল, কিন্তু গত কয়েকদিন ধরেই সংকেত পাওয়া যাচ্ছিল কোচবিহার আর করোনা মুক্ত নয় l

কোচবিহারে মুম্বাই থেকে আগত বাংলাদেশী যুবকের মৃত্যুতে আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল কোচবিহারবাসীরl কিন্তু গতকাল নুতন করে ৩২ জনের করোনা আক্রান্তের খবর আসা মাত্র প্রশাসন থেকে সাধারণ নাগরিক সবাই সচেতন হয়ে পরে l এর মধ্যে প্রশাসন সূত্রে জানা যায় ৩২ জন করোনা আক্রান্তের মধ্যে দিনহাটার বিভিন্ন প্রান্তের ২৯ জন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছেন l চাঞ্চল্য ছড়ায় সারা দিনহাটা জুড়ে l দিনহাটার বাইরে থাকা আত্মীয়রা খোঁজ করতে শুরু করে নিজেদের আপনজনেদের l

দিনহাটার প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে l পিছিয়ে নেই স্থানীয় প্রশাসনও l স্থানীয় প্রশাসন থেকে সারারাত জুড়ে প্রচার করা হয় সচেতনতার l

কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আসে স্থানীয় মানুষজনেরাও l এরকমই দৃশ্য ধরা পড়লো নিগমনগর বাজার এলাকায়, স্থানীয় বাসিন্দা সন্তোষ বর্মন, সুবল আদিত্য এর মত মানুষরা বেরিয়ে পড়েছেন নিগমনগর বাজার জীবাণুমুক্ত করার জন্য l দুপুর ১২ টা পর্যন্ত বাজার হয়ে যাবার পরে তারা নেমে পড়েন স্যানিটারি স্প্রে মেশিন নিয়ে l নিগমনগর মেলার মাঠ অস্থায়ী বাজার, দুধ বাজার, এটিএম চত্বর জীবাণুমুক্ত করা হয় l 

সন্তোষ বর্মন জানান, নিগমনগর বাজারের উপর নির্ভরশীল বৃহৎ এলাকার মানুষ, তাই বিভিন্ন প্রান্ত থেকে বেচা কেনার জন্য বহু মানুষ আসেন, সামাজিক দূরত্ব মেনে চললেও জীবাণুমুক্ত করা বিশেষ প্রয়োজন। এই মুহূর্তে তাই তারা নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন ও আগামী দিনগুলোতে একই ভাবে এই কাজ করে যাবেন l 

তাঁদের এই উদ্যোগে খুশি নিগমনগরের বাসিন্দারা l