A newborn girl was rescued in the Hanspahari forest near National Road No. 60 in Bankura
SER-23, বাঁকুড়া২৬মে:
একদিকে লকডাউন অন্যদিকে কর্মহীন অনেক শ্রমিক ।এই দরিদ্র শ্রমিকদের অর্থসংকট দূর করতে রাজ্য সরকারের তরফে তাদের নিযুক্ত করা হয়েছে ১০০ দিনের কাজে ।
স্বভাবতই বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হাঁসপাহাড়ি জঙ্গলেও ১০০দিনের কাজ প্রকল্পে যুক্ত রয়েছে অনেক শ্রমিক ।প্রতিদিনের মতোই তারা মঙ্গলবার সকলেও কাজে আসে হাঁসপাহাড়ি জঙ্গলে, কিন্ত হঠাত্ তাদের কানে ভেসে আসে এক শিশুর কান্না ।
তখন তারা কান্নার আওয়াজের উত্স অনুসন্ধান করতে শুরু করে। তারপর তারা যখন পৌঁছায় একটি ঝোপের সামনে, তখন সেখানেই দেখতে পায় এক সদ্যজাত কন্যা সন্তানকে। তারপর তারা তড়িঘড়ি খবর দেয় গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতিতে।এরপরই ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গাজলঘাঁটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাঝি ।
খবর দেওয়া হয় গঙ্গাজলঘাঁটি থানায় । ঘটনা স্থলে আসে পুলিশ, এবং ওই কন্যা সন্তানকে উদ্ধার করে নিয়ে আসা হয় অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তারপর সেখানকার নার্স ও চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর এক সদ্য প্রসূতির কোলে দেন বাচ্চাটিকে। ওই প্রসূতি মা তাকে মাতৃদুগ্ধ পান করিয়ে পাশের বেডে শুইযে রাখেন।
ফুটফুটে বাচ্চাটির মুখে হাসি ফুটতে দেখে স্বাস্থ্য কর্মীদের মুখেও খুশির রেখা দেখা দেখা যায় ।এবং জেলা প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণকরা হবে বলে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে ।
এছাড়াও তারা বাঁকুড়া চাইল্ড লাইনের সাথে কথা হয়েছে বলে জানান, এবং সেখানেই কোনো হোমে রাখা হবে বলে মনে করছেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊