New York Times covers front page with 1,000 Covid-19 death notices

করোনা সংক্রমণ সারা বিশ্বেই অব্যাহত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মার্কিন মুলুক। লাশের পর লাশের স্তুপ আমেরিকায়। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ। ইতিমধ্যে মৃতের সংখ্যা এক লক্ষ ছুঁইছুঁই। রবিবার সেই মৃতদের সম্মান জানাল নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস-এর প্রথম পাতায় একে একে এক হাজার মৃতের নাম লেখা। সেইসঙ্গে তাঁদের উদ্দেশে এক লাইন করে স্মৃতিকথাও লেখা রইল সেখানে। তাঁদের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন দেশের মানুষ।

দেশের বাসিন্দাদের অভিযোগ, এ ব্যর্থতা ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা। আমজনতা থেকে প্রশাসনিক কর্তারা, সকলেই একযোগে এই অভিযোগ করছেন। এবার পরোক্ষভাবে ট্রাম্পকে কটাক্ষ করল সংবাদমাধ্যমও। করোনায় আক্রান্ত হয়ে মৃত পুরোটাই ট্রাম্পের ব্যর্থতা বলেই মনে করছে মার্কিন মুলুকের মানুষজন। 

প্রথম পাতার শিরোনামে লেখা হয়েছে, 'আমেরিকায় মৃতের সংখ্যা এক লক্ষের কাছে। এ এক বেহিসেবি ক্ষতি'। 

এ প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসের ন্যাশনাল এডিটর মার্ক ল্যাসি জানিয়েছেন, 'এই তালিকায় ঠাঁই পেয়েছে আমেরিকায় মৃতদের মাত্র এক শতাংশ। আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম যা ১০০ বছর পরেও মানুষের মনে দাগ কাটবে। যা দেখে তখনও মানুষ বুঝতে পারবে এই সময়ে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম।'

এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। এক দিকে করোনার থাবা অন্যদিকে করোনার জেরে লক ডাউনের ফলে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ। চলছে নানারকম সমস্যা। সেই সময়ের এক জ্বলন্ত দলিল হয়ে রইল নিউ ইয়র্ক টাইমসের রবিবারের সংস্করণ।