লক ডাউনেই কেটে গেলো দীর্ঘ দুমাস, কিন্তু এখনও কমেনি করোনার দাপট। এর মধ্যেই রেল ও বিমান পরিষেবার চালু করার পক্ষে সায় দিয়েছে কেন্দ্র। তবে পরিষেবা আরম্ভ হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ইত্যাদি একাধিক বিধি নিষেধের কথা জানানো হয়েছে। পাশাপাশি, বিমান, ট্রেন বা বাসে করে ঘরোয়া যাত্রায় বিশেষ নির্দেশিকা জারি করলো কেন্দ্র। ট্রেন, বিমান বা বাসে যাত্রা করলে অবশ্যই আপনাকে কেন্দ্রের নির্দেশাবলী মেনে চলতে হবে। 

নির্দেশাবলী গুলি হল-
  • কী করতে হবে এবং কী নয়, তা টিকিটের মধ্যেই লেখা থাকতে হবে বাধ্যতামূলকভাবে ।
  • সব যাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে বলা হচ্ছে । 
  • কোভিড-১৯ নিয়ে সমস্ত সুরক্ষামূলক ব্যবস্থা এবং ঘোষণা করতে হবে এয়ারপোর্ট, রেল স্টেশন এবং বাস টার্মিনালে । 
  • বিমান, ট্রেন বা বাস ছাড়ার সময় প্রত্যেক যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করাটা বাধ্যতামূলক । তারপরেই যাত্রীদের বিমান, ট্রেন বা বাসে চড়ার অনুমতি দেওয়া হবে । 
  • যাত্রার সময় যাত্রীদের ফেস মাস্ক বা কভার পরা এবং হাত ধোয়ার বা স্যানিটাইজের জিনিস সঙ্গে রাখাটা বাধ্যতামূলক । 
  • বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলিতে যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখাটা বাধ্যতামূলক । 
  • বেরনোর সময়েও সেখানে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে । 
  • যে সমস্ত যাত্রীদের কোনওরকম রোগের লক্ষণ পাওয়া যায়নি তাদেরকেও অন্তত ১৪ দিন নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে । কোনও সমস্যা হলেই তা জানাতে হবে । বা জাতীয় কল সেন্টার ১০৭৫ নম্বরে ফোন করে জানাতে হবে । 
  • বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলিকে প্রতিনিয়ত জীবাণুমুক্ত বা স্যানিটাইজড করার ব্যবস্থা রাখতে হবে । 
  • কারোর শরীরে সন্দেহজনক কিছু ধরা পড়লে তাকে আইসোলেশনে থাকতে হবে সবচেয়ে কাছের হাসপাতাল বা হেলথ সেন্টারে । 
  • কোভিডের ভালমতো লক্ষণ দেখা দিলে করোনার জন্য স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হবে।