আম্ফানের কবলে বিপর্যস্ত দক্ষিনবঙ্গ। দুদিন পেরিয়ে গেলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারা যায়নি। ধীরে ধীরে ক্ষোভও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তা যথেষ্ট বুঝতে পারছে নবান্ন। তাই এই পরিস্থিতিতে সেনার সাহায্য চাইল নবান্ন। একই সঙ্গে রেল, পোর্ট সবাইকেই এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রদফতরের তরফে।

স্বরাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, রাজ্যে আমফান পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ২৪ ঘন্টা-সাতদিন কাজ করে চলেছে সমস্ত কর্মীরা। কিন্তু আরও কর্মীর প্রয়োজন। আর সেজন্যে সেনা, রেল এবং বন্দর কতৃপক্ষের কাছে সাহায্যের জন্যে আবেদন রাজ্যের তরফে।

রাজ্যের তরফেও ইতিমধ্যে বিভিন্ন দফতর থেকে কর্মী চাওয়া হয়েছে। পানীয় জল পরিষেবা, নিকাশী ব্যবস্থা স্বাভাবিক করতে কাজের জন্যে আরও কর্মীর প্রয়োজন। এনডিআরএফ এবং এসডিআরএফের কর্মীরা সাহায্যের জন্যে সেনা, বন্দর এবং রেলওয়ের তরফে সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে দফতরের তরফে।