দেশজুড়ে করোনা পরিস্থিতি সামলাতে চলছে লক ডাউন। তৃতীয় দফার লক ডাউন শেষ হওয়ার আগে গতকাল রাত্রি ৮টায় জাতির উদ্দ্যেশে ভাষন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করেন প্রধানমন্ত্রী। তবে, কোন কোন ক্ষেত্রে কীভাবে সেই প্যাকেজ কার্যকর হবে তা জানাননি প্রধানমন্ত্রী। বুধবার থেকে ধাপে ধাপে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবেন বলেই জানান তিনি।
আজ বিকেল ৪ টেয় প্রথম সাংবাদিক বৈঠকটি করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই প্রথম ধাপের ঘোষণা হবে। এরপর একে একে অন্যান্য ঘোষণাও করবেন তিনি। মোদীর এই প্যাকেজকে বলা হচ্ছে 'আত্মনির্ভর অভিযান।'
প্রধানমন্ত্রী ভাষণে বলেন, 'বিশ্বের আজকের পরিস্থিতি আমাদের শেখায় যে একটাই উপায় আছে, সেটা হলে আত্মনির্ভর ভারত। বিশ্ব যখন বিপদের মুখে, তখন আমাদের সংকল্প অনেক কঠিন হওয়া উচিত্। নিয়ম মেনে এগিয়ে যেতে হবে মানুষকে।'
কুটির উদ্যোগ, গ্রামোদ্যোগ, কৃষি ক্ষেত্র, মধ্যবিত্ত সবার জন্যই কাজ করবে এই প্যাকেজ। মোদী বলেন, এতে ভারতের সব সেক্টরের গতি বাড়বে ও কাজের মানও উন্নত হবে।
Social Plugin